ঢাকা, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

প্রত্যেক জেলায় উপদেষ্টা নেবে কিশোর ভাবনা

প্রকাশিত: বুধবার, ডিসেম্বর ২১, ২০২২ ৩:৪৮ অপরাহ্ণ  

| Hanif Khan

প্রত্যেক জেলায় ১জন করে উপদেষ্টা ও পৃষ্ঠপোষক নেবে কিশোর ভাবনা।

উপদেষ্টা ও পৃষ্ঠপোষক সদস্য হওয়ার নিয়ম-নীতি

নতুন প্রজন্মকে ভালোভাবে বেঁচে থাকতে বাসযোগ্য পরিবেশ বিনির্মাণে অবদান রাখতে চান?

নতুন প্রজন্মকে উন্নত নৈতিক চরিত্র গঠন ও প্রতিভা বিকাশে সাহায্য করতে চান?

নতুন প্রজন্মকে অনৈতিকতার ভয়াল ছোবল হতে রক্ষা করতে চান?

এসব কাজ আপনার জন্য সদকায়ে জারিয়াহ হিসেবে পেতে চান?

তাহলে- আপনি হতে পারেন কিশোর ভাবনার একজন সম্মানিত উপদেষ্টা ও পৃষ্ঠপোষক সদস্য।

পৃষ্ঠপোষক সদস্যগণ পাবেন:

১। আইডি কার্ড।

২। অনলাইনে ছবিসহ উপদেষ্টা ও পৃষ্ঠপোষক সদস্যের পরিচয় প্রকাশ এবং প্রিন্ট সংখ্যায় উপদেষ্টা ও পৃষ্ঠপোষক হিসেবে নাম ছাপানো হবে।

৩। মুদ্রিত কিশোর ভাবনা প্রতি সংখ্যা ১০ কপি সৌজন্য কপি হিসেবে ডাকযোগে পাঠানো হবে।

৪। একটি কর্পোরেট ডিসকাউন্ট কার্ড পাবেন। কার্ড দেখানো সাপেক্ষে প্রতিষ্ঠানসমূহে চুক্তিবদ্ধ সমূহে সেবা গ্রহণ ও কেনাকাটায় ডিসকাউন্ট সুবিধা পাওয়া যাবে।

৫। কিশোর ভাবনার অনুষ্ঠানসমূহে অতিথি হিসেবে আমন্ত্রণ পাবেন।

সদস্য হতে যা লাগবে:

————————————

১। বার্ষিক ৫ হাজার টাকা অনুদান। টাকা কিশোর ভাবনার ব্যাংক একাউন্টে জমা দিতে হবে।

ব্যাংক হিসাব শিরোনাম: “কিশোর ভাবনা”। (KISHOR VABONA)

ব্যাংকের নাম: স্টান্ডার্ড ব্যাংক লিমিটেড, সোনারগাঁও জনপথ শাখা, উত্তরা, ঢাকা।

চলতি হিসাব নম্বর: ০৮২ ৩৩ ০০০ ৮৩০।

২। পাসপোর্ট সাইজ ছবি, জাতীয় পরিচয়পত্রের কপি।

৩। পৃষ্ঠপোষক হতে সম্মতিপত্র।

বিনোদন, লাইফস্টাইল, তথ্যপ্রযুক্তি, ভ্রমণ, তারুণ্য, ক্যাম্পাস ও মতামত কলামে লিখতে পারেন আপনিও – example@gmail.com ইমেইল করুন  

সর্বশেষ

জনপ্রিয় সংবাদ