ঢাকা, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

হেলাল মাহদী’র কবিতা

প্রকাশিত: মঙ্গলবার, ফেব্রুয়ারি ২১, ২০২৩ ৭:৪৭ পূর্বাহ্ণ  

| Hanif Khan

“মরিতে চাহি না আমি “

                          —- হেলাল মাহদী 

মরিতে চাহি না আমি 

এই সুন্দর ভূবনে,

যে দিকে তাকাই শুধু 

হেরি তব দু নয়নে।

 কত যে মায়ার বাঁধন

 কত যে ভালোবাসার শাসন

সে তো ছিড়িবার নয়,

কত যে স্মৃতি,কত যে ছবি 

শতে শতে কথা কয়।

কুহুকুহু কোকিলের কুহু তানে

বলে যেন যেও না ছেড়ে মোরে।

তাইতো মরিতে চাহি না আমি

এই সুন্দর ভূবনে,

যে দিকে তাকাই শুধু

হেরি তব দু নয়নে।

গেয়ো মেঠো পথে,

 নদীর কূলে কূলে,

বটের মূলে মূলে,

খালের জলে জলে,

কে যেন আমায় 

জড়ায়ে রেখেছে গলে।

ডেকে ডেকে বলে

যেও না মোরে ফেলে।

তাইতো মরিতে চাহি না আমি

এই সুন্দর ভূবনে,

যে দিকে তাকাই শুধু

হেরি তব দু নয়নে।

তোমার শস্য গুলো

 দুলে দুলে দোল খায় 

দখিনা সমীরণে,

আম জাম বাঁশ বাগে

 ডাকে ঘুঘু রোদ দুপুরে,

 টুকটুকে টিয়ে পাখি

কাটে মরিচ লালঠোঁটে।

 ঐ দুরো থেকে মেঠোপথে

দেখি গাছের ছায়ায় হেটে হেটে,

কিশোরী হেসে হাতছানি দিয়ে

ডাকে যেন আবার আসিও ফিরে।

তাইতো আমি মরিতে চাহি না

এই সুন্দর ভূবনে,

যে দিকে তাকাই শুধু

হেরি তব দু নয়নে।

Date : 31/07/21

MUNAJAT, HELAL MAHDI, Kishor Vabona

“হামদে মুনাজাত”

———- হেলাল মাহদী

তুমি আমার পালন কর্তা তুমি রিজিক দাতা

তোমার হুকুম মানি যেন সদা সর্বদা।

পরকালের বিচার মালিক, রহিম নাম নিয়া

সহজ পথে পার করাইও, সঠিক রাস্তা দিয়া।ঐ

আমি কেবল তোমায় মানি অবনত হইয়া,

তোমারি শুধু সাহায্য চাই

আনুগত্য লইয়া।ঐ

মোদের দেখাও সেই সে পথ

যেথায় রহম আছে’

সেই পথে নয়, গজব শাস্তি

পরিনাম যার কাজে।ঐ

(১৭/০৪/২২)

দেশাত্ববোধক গান -১০ 

“প্রিয় জন্মভুমি ”

        ———– হেলাল মাহদী

সবুজ শ্যামল হৃদয় জুড়ানো, ফুল ফসলের শস্যভুমি,

সে তো আমার বাংলাদেশ ভাই, প্রিয় জন্মভুমি।

তাই,বাংলাদেশে জন্মে বুঝি, ধন্যগো ধন্য আমি।।

নদী খালে  জালের মত, ছড়িয়ে  আছে শত শত

এমন দেশটি নাই কোথাও যেন সপ্নপুরী। ঐ

নীল আকাশে উড়িয়ে বেড়ায় শঙ্খচিল আর পাখি

 দখিনা বাতাসে ঢেঊ খেলে যায় ফসল রাশি রাশি।ঐ

বৈশাখ চৈত্র জৈষ্ঠ মাসে আম কাঠালের মধুর রসে

লিচু জামের থোকা দেখে মন জুড়ালো আখি।ঐ

আষাঢ় শ্রাবণ ভাদ্র মাসে, দেশটি আমার জলে ভাসে,

নৌকা টলার জাহাজ লঞ্চে, উজান ভাটি চলি।ঐ

আশ্বিন মাসে শরৎকালে, নদীর কূলে কাশের বনে

যায় হারিয়ে মন যে আমার, পরান খুলে হাসি।ঐ

অগ্রহায়ন কার্তিক মাসে, শীতের আবাস আসে দেশে

আমন ধানে ভরা ক্ষেতে,আমার দেশের মাটি।

রবি শস্য শুকনো মাঠে, ছবি হয়ে ফুটে ওঠে

খালে বিলের শুন্য ঘাটে,খেলায় সবে মাতি।ঐ

শীতের শেষে নতুন গাছে,ফাগুন মাসে আগুন লাগে

কোকিল ডাকের কুহূ তানে,পাগল হয়ে ছুটি।ঐ

(১৯/০৪/২২) 

বিনোদন, লাইফস্টাইল, তথ্যপ্রযুক্তি, ভ্রমণ, তারুণ্য, ক্যাম্পাস ও মতামত কলামে লিখতে পারেন আপনিও – example@gmail.com ইমেইল করুন  

সর্বশেষ

জনপ্রিয় সংবাদ