ঢাকা, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

কিশোর ভাবনা’র বিক্রয় কেন্দ্র খোলার নিয়মাবলী

প্রকাশিত: শনিবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৩ ৮:২০ পূর্বাহ্ণ  

| Hanif Khan

কিশোর ভাবনা’র বিক্রয় কেন্দ্র খোলার নিয়মাবলী

********************************************************

১। প্রত্যেক থানা/উপজেলায় বইয়ের দোকান (লাইব্রেরি)/স্টেশনারি দোকানে বিক্রয়কেন্দ্র খুলতে পারবেন।

২। বিক্রয়কেন্দ্রে কিশোর ভাবনা ও দোকানের নাম সম্বলিত একটি সাইনবোর্ড প্রদান করা হবে।

৩। ডাকযোগে কিশোর ভাবনা পাঠানো হবে। কমপক্ষে ২০ কপি কিশোর ভাবনা নিতে হবে।

৪। ২০ কপির অতিরিক্ত কপি অবিক্রিত থাকলে তা ফেরত দিতে পারবেন।

৫। নিকটতম পাঠক ক্লাবগুলো বিক্রয়কেন্দ্র হতে তাদের কপি সংগ্রহ করবে।

৬। বিক্রয় বাড়াতে কর্তৃপক্ষ প্রমোশনাল ওয়ার্ক পরিচালনা করবেন।

৭। বিক্রয় কেন্দ্র খোলার জন্য ১ হাজার টাকা ফেরতযোগ্য জামানত প্রদান করতে হবে।

৮। জামানত কিশোর ভাবনার ব্যাংক একাউন্টে জমা দিয়ে জমা স্লিপ সংরক্ষণ করবেন।

৯। সাইন বোর্ড নামিয়ে ফেললে বা নষ্ট করলে জামানত বাজেয়াপ্ত করা হবে।

১০। ডাকঘর হতে কিশোর ভাবনা ছাড় না করালে জামানত হতে ক্ষতিপূরণ কাটা হবে।

১১। কোনো সংখ্যা নিতে না চাইলে আগেই সার্কুলেশন বিভাগকে জানাতে হবে।

১২। শতকরা ২০% বিক্রয়কেন্দ্র এজেন্ট কমিশন দেওয়া হবে।

১৩। কিশোর ভাবনা পাঠাতে ডাক খরচ কিশোর ভাবনা কর্তৃপক্ষ বহন করবেন।

১৪। কিশোর ভাবনা সাধারণ সংখ্যার মূদ্রিত মূল্য ৩০ টাকা।

১৫। কিশোর ভাবনার ব্যাংক হিসাব:

ব্যাংকের নাম: স্টান্ডার্ট ব্যাংক লিমিটেড।

শাখা: সেনারগাঁও জনপথ শাখা, উত্তরা, ঢাকা।

হিসাব-এর ধরন: চলতি হিসাব।

হিসাব নম্বর: 08233000830,

হিসাব শিরোনাম: KISHOR VABONA (কিশোর ভাবনা)

বিনোদন, লাইফস্টাইল, তথ্যপ্রযুক্তি, ভ্রমণ, তারুণ্য, ক্যাম্পাস ও মতামত কলামে লিখতে পারেন আপনিও – example@gmail.com ইমেইল করুন  

সর্বশেষ

জনপ্রিয় সংবাদ