ঢাকা, ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বেসরকারি শিক্ষকদের চাকরি জাতীয়করণের দাবীতে শ্রীমঙ্গলে সভা অনুষ্ঠিত

প্রকাশিত: বুধবার, অক্টোবর ২৫, ২০২৩ ১১:৫৪ পূর্বাহ্ণ  

| Hanif Khan

শিক্ষায় বৈষম্য দূরীকরণ ও শিক্ষার মানোন্নয়নে সমাধান পথ জাকীয়করণ শীর্ষক মতবিনিময় সভা শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।  জাতীয়করণ প্রত্যাশী বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের আয়োজনে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ ঝলক চক্রবর্তী সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আক্তার হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফোরামের কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ মাইন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহসভাপতি উপাধ্যক্ষ মো:আবদুর রহমান, সহসভাপতি বাবু বিপ্লব কান্তি, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান চৌধুরী, যুগ্ম সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক আরিফুর রহমান, উপজেলা সহসভাপতি প্রধান শিক্ষক কামরুল হাছান, বর্ডার গার্ড পাবলিক হাইস্কুলের প্রধান শিক্ষক নিশিকান্ত দেব, মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফারুক,  শ্রীমঙ্গল আনোয়ারুল উলুম ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক নরুল আহাদ, ভৈরবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুল মোতালেব বশির আহমেদ, মনাই উল্লা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হিন্ময় ময় দেব ও নুরুজ্জামান, মির্জাপুর উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবদুস ছালাম, আছিদউল্লা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শামিম আহমেদ ও জসিম উদ্দিন প্রমুখ।

সভায় শিক্ষক নেতৃবৃন্দ শিক্ষাপ্রতিষ্ঠানের আভ্যন্তরীণ আয় সরকারি কোষাগারে জমা নিয়ে অবিলম্বে শিক্ষা জাতীয়করণ করার জোর দাবী জানান।

।। সংবাদ বিজ্ঞপ্তি।।

বিনোদন, লাইফস্টাইল, তথ্যপ্রযুক্তি, ভ্রমণ, তারুণ্য, ক্যাম্পাস ও মতামত কলামে লিখতে পারেন আপনিও – example@gmail.com ইমেইল করুন  

সর্বশেষ

জনপ্রিয় সংবাদ