ঢাকা, ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

লেখক-প্রকাশক মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: সোমবার, নভেম্বর ৪, ২০২৪ ৭:৩০ পূর্বাহ্ণ  

| Hanif Khan

নিজস্ব প্রতিবেদক:

দেশীয় সাংস্কৃতিক সংসদ ও লেখক-প্রকাশক নেতৃবৃন্দের মতবিনিময় সভা রাজধানীর মতিঝিলে গত ২রা নভেম্বর দুপুরে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বুক পয়েন্ট পাবলিকেশন্স-এর প্রকাশক এম এ মুসা খান। প্রধান অতিথি ছিলেন দেশীয় সাংস্কৃতিক সংসদের সভাপতি ড. আ জ ম ওবায়েদুল্লাহ।

সভায় অংশ নেন হানিফ খান ইউনিভার্সিটির (প্রস্তাবিত)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও কিশার ভাবনা পাবলিকেশন্স-এর প্রকাশক প্রফেসর ড. হানিফ খান, প্যান ভিশন টিভির সিইও মাহবুব মুকুল, কালচারাল একাডেমির সভাপতি আবেদুর রহমান, আহসান পাবলিকেশন্স-এর প্রকাশক ও বাপুস পরিচালক গোলাম এলাহী জায়েদ, দারুস সালাম পাবলিকেশন্স-এর প্রকাশক আবদুল জব্বার, লেখক নাসিমুল বারী, দেশজ প্রকাশনের প্রকাশক ড. মানোয়ারুল ইসলাম, বিআইআইএফ কর্মকর্তা লোকমান হোসাইন, বুক সোসাইটির সোহেল রানা মিঠু। এছাড়াও লেখক-প্রকাশকগণ সভায় অংশগ্রহণ করেন।

সভায় শিক্ষা-সাহিত্য ও সাংস্কৃতিক বিভাগের সমস্যা, সম্ভাবনা ও করণীয় বিষয় নিয়ে আলোচনা হয়। আলোচনার মাধ্যমে করণীয় বিষয় চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়। এ লক্ষ্যে নতুন একটি প্রতিষ্ঠান গড়ে তুলে সবাইকে সংগঠিত করতে সিদ্ধান্ত গৃহীত হয়। সবাইকে দুটো করে নাম প্রস্তাব করতে অনুরোধ জানানো হয়। একই সাথে সমমনা এবং সুস্থ্যধারার লেখক-প্রকাশকদের তালিকাভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়। এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে প্রকাশক এমএ মুসা খান ও লেখক নাসিমুল বারীকে দায়িত্ব প্রদান করা হয়। আগ্রহীরা প্রকাশক এম এ মুসা খান-এর সাথে ০১৭১৬৮৬৬৩২০ ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন।

বিনোদন, লাইফস্টাইল, তথ্যপ্রযুক্তি, ভ্রমণ, তারুণ্য, ক্যাম্পাস ও মতামত কলামে লিখতে পারেন আপনিও – example@gmail.com ইমেইল করুন  

সর্বশেষ

জনপ্রিয় সংবাদ