ঢাকা, ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মা-কে নিয়ে এমামুল হক ইমনের কবিতা

প্রকাশিত: সোমবার, মে ১৩, ২০২৪ ৯:০৯ পূর্বাহ্ণ  

| Hanif Khan

আমার স্বর্গ

এমামুল হক

যদি স্বর্গ থাকে এই পৃথিবীর পরে,

মনে জেনে রেখো ভাই,

খুঁজে তুমি পাবে তাই,

মায়ের মমতা জুড়ে আছে যেই ঘরে।

মা মানে জীবন বাগানে দীপ্যমান নির্ঝর ফুল,

যে ফুলের ঘ্রাণ ছড়ায় দিনমান,

এপারে ওপারে।

মায়ের কোল মানে শান্তির অভয়ারণ্য,

যার প্রতি হৃদস্পন্দনে সন্তানের জন্য

ধ্বনিত হয় পুণ্যময় সুর, সর্বদাই।

মা মানে শান্ত নদী,

যার ভালবাসার বিশুদ্ধ স্রোত,

প্রতি পলে সাথে চলে,

কখনো বলে না বিদায়।

মা মানে সেই সূর্য যা আঁধারেও জ্বলে,

যে রশ্মি দেখায় পথ, প্রতি পলে পলে।

মায়ের হাসিতে দেখি সীমাহীন আকাশ,

তাঁর চোখেই দেখি স্বর্গের প্রকাশ,

যে চোখ চিরকাল প্রেমের গল্প বলে।

মায়ের তুল্য কিছু পৃথিবীতে নাই,

প্রভু এই নিবেদন, করোহ অনুমোদন,

ওপারেও যেন পাই মায়ের কোলে ঠাঁই।

কবি: অ্যাসোসিয়েট নিউজ এডিটর,

একাত্তর টিভি

বিনোদন, লাইফস্টাইল, তথ্যপ্রযুক্তি, ভ্রমণ, তারুণ্য, ক্যাম্পাস ও মতামত কলামে লিখতে পারেন আপনিও – example@gmail.com ইমেইল করুন  

সর্বশেষ

জনপ্রিয় সংবাদ