| Hanif Khan
মানেরুল ইসলাম (পীরগঞ্জ প্রতিনিধি):
ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রাণীশংকৈল) সংসদ শূন্য আসনে উপ-নির্বাচনে দ্বি-মুখী লড়াই চলছে। ভোটের মাঠ ঘাটের তথ্য বিবরণীতে উঠে এসেছে জাপার প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি হাফিজ উদ্দীন আহম্মেদ (লাঙ্গল প্রতীক) ও স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ গোপাল চন্দ্র রায় (একতারা প্রতীক) মধ্যে দ্বি-মুখী লড়াই চলছে। এছাড়া ১৪ দলের শরীক জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক এমপি অধ্যাপক ইয়াসনি আলী (হাতুরি প্রতীক), জেলা এনপিপি’র সভাপতি সাফি আল আসাদ (আম প্রতীক), জাকের পার্টির পীরগঞ্জ সমাজ কল্যাণ সম্পাদক অধ্যক্ষ এমদাদুল হক (গোলাপ ফুল প্রতীক), বিএনএফ পার্টির কেন্দ্রীয় সদস্য সিরাজুল ইসলাম (টেলিভিশন প্রতীক) নিয়ে নির্বাচন করছেন। এ আসনে ৩ লক্ষ ২৪ হাজার ৭৩৯ জন ভোটার। পীরগঞ্জ উপজেলায় ৭৬টি ও রাণীশংকৈল উপজেলায় ৫২টি ভোট কেন্দ্রের ৮০৮টি বুথ নির্ধারিত করা হয়েছে বলে নির্বাচন কার্যালয় সূত্র জানায়। আসনটিতে আগামী ১ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
Peoples News
© 2020 - kishorvabona.com প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত | Design kishorvabona