| Hanif Khan
১০ জন শিক্ষার্থী হলেই গঠন করতে পার অনুমোদিত কিশোর ভাবনা পাঠক ক্লাব।
শর্তসমূহ:
ক) কিশোর ভাবনা পাঠক ক্লাবের একটি কমিটি থাকতে হবে।
খ) প্রত্যেকে কিশোর ভাবনার নিয়মিত গ্রাহক হতে হবে। বার্ষিক গ্রাহক চাঁদা ৩০ টাকা হারে চার সংখ্যার জন্য ১২০ টাকা। এই মূল্যেই ডাকযোগে হাতে হাতে পাওয়া যাবে পুরো বছরের চারটি সংখ্যা।
গ) প্রতিবছর ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে সুবিধামত দিনে কিশোর ভাবনা বর্ষপূর্তি অনুষ্ঠান আয়োজন করতে হবে।
ঘ) দক্ষতা উন্নয়নে এক্সট্রা কারিকুলাম (উপস্থাপনা/বক্তৃতা/বিতর্ক/ সংগীত/ক্বিরাত প্রভৃতি) প্রশিক্ষণে অনলাইন/অফলাইনে অংশ নিতে হবে। অনলাইন ক্লাস: প্রতি মাসের প্রথম সোমবার বিকেল ৪টায়। জুমে অ্যাপে ক্লাস হবে। জুম আইডি ক্লাসের দিন সকালে এখানে দেওয়া হবে।
ঙ) বিদ্যালয়ে একটি দেয়ালিকা পরিচালনা করতে হবে।
চ) কিশোর ভাবনা আয়োজিত প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে।
ছ) বিশেষ দিবসে আলোচনা/প্রতিযোগিতা অনুষ্ঠান আয়োজন করতে হবে।
জ) গণমাধ্যমে প্রকাশের জন্য পাঠক ক্লাবের অনুষ্ঠানসমূহের প্রতিবেদন/খবর আমাদের ফেসবুক বা ই-মেইলে পাঠাতে হবে।
কমিটির কাঠামো:
১। পরিচালক : ১জন। – পাঠক ক্লাবের নেতৃত্ব দেবেন।
২। সহকারি পরিচালক (সাধারণ) : ১জন।- পরিচালকের কাজে সহযোগিতা ও সহকারি পরিচালকদের কাজে তদারকি করবেন।
৩। সহকারি পরিচালক (সাহিত্য) : ১ জন। প্রতি মাসে সাহিত্য সভার আয়োজন করবেন।
৪। সহকারি পরিচালক (প্রশিক্ষণ) : ১জন। প্রশিক্ষণে অংশ নিতে ব্যবস্থাপনার কাজ করবেন।
৬। সহকারি পরিচালক (প্রতিযোগিতা) : ১জন।- প্রতিযোগিতা ব্যবস্থাপনার কাজ করবেন।
৭। সহকারি পরিচালক (দেয়ালিকা) : ১জন। দেয়ালিকা সম্পাদনা করবেন।
৮। সহকারি পরিচালক (অনুষ্ঠান) : ১ জন।- দিবস সমূহে অনুষ্ঠান আয়োজন ও পরিচালনা করবেন।
৯। নির্বাহী সদস্য (৯-১০) : ২ জন। এই ১০ জন নিয়ে পরিচালনা কমিটি গঠিত হবে। প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও তার মনোনীত একজন শিক্ষক এই পাঠক ক্লাবের উপদেষ্টা থাকবেন।
১০।। অন্য আগ্রহী সবাই পাঠক ক্লাবের সাধারণ সদস্য থাকবেন।
বিশেষ সুবিধা: প্রত্যেক সদস্য লাইফ টাইম একটি ডিসকাউন্ট কার্ড পাবেন। যা দিয়ে সারা দেশে চুক্তিবদ্ধ হাসপাতাল, সুপার শপ, পরিবহণ ও অন্যান্য প্রতিষ্ঠানে সেবাগ্রহণ ও কেনাকাটায় ডিসকাউন্ট সুবিধা পাবেন। শিক্ষার্থীর মা, বাবা, ভাই, বোন এই সুবিধা ভোগ করতে পারবেন। কার্ড প্রস্তুত ও পৌঁছানোর জন্য ৪ শত টাকা প্রদান করতে হবে । কার্ড প্রদানের মাধ্যমে অর্জিত ফি টাকা শিক্ষার্থী কল্যাণে খরচ করা হবে।
উপদেষ্টা কমিটি :প্রধান উপদেষ্টা : ১) বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতিউপদেষ্টা : ২) প্রতিষ্ঠান প্রধান৩) সহকারী শিক্ষক (পুরুষ একজন)৪) সহকারী শিক্ষক (মহিলা একজন)।৫) অভিভাবক (পুরুষ একজন)।৬) অভিভাবক (মহিলা একজন)।৭) এলাকার কোনো বিশিষ্ট সাহিত্যিক/ শিক্ষাবিদ থাকলে৮) পৃষ্ঠপোষক : এলাকার দানশীল ধনাঢ্য ব্যক্তি
Peoples News
© 2020 - kishorvabona.com প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত | Design kishorvabona