| Hanif Khan
বাংলাদেশ রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার পদের বিগত বছরের পরীক্ষার প্রশ্নের সমাধান
১) মিশ্র বাক্যটিকে সরল বাক্যে রুপান্তর করুন।মিশ্র বাক্য: যে সকল পশু মাংস ভোজন করে তারা অত্যন্ত বলবান।উত্তর: সরল বাক্য: মাংসভোজী পশু অত্যন্ত বলবান।
২) আকস্মিক এর বিপরীত শব্দ কি?উত্তর: চিরন্তন।
৩) ‘রক্ষা’ শব্দের সংযুক্ত বর্ণটি কোন কোন বর্ণ নিয়ে গঠিত?উত্তর: ক+ষ।
৪) কোন বর্গীয় বর্ণের সাথে যুক্ত ন কখনো ণ হয়না?উত্তর: ত বর্গীয় বর্ণের সাথে যুক্ত ন কখনো ণ হয় না।
৫) যে সকল পুরুষবাচক শব্দের শেষে ‘তা’ রয়েছে স্ত্রীবাচকতা বোঝাতে সে সব শব্দে কি ব্যবহৃত হয়?উত্তর: সেগুলোর শেষে ‘ত্রী’ হয়।
৬) আমি আজ জ্বর জ্বর বোধ করছি- এখানে দ্বিরুক্ত শব্দ দ্বারা কি বুঝানো হয়েছে?উত্তর: সামান্য।
৭) ’খাসখবর’ শব্দটিতে কি অর্থে ’খাস’ উপসর্গটি ব্যবহৃত হয়েছে?উত্তর: বিশেষ।
৮) ’আপন ভালো পাগলও বোঝে’-এখানে ভালো কোন পদ?উত্তর: বিশেষ্য।
৯) শনশন বায়ু বয় – বাক্যটিতে ‘শনশন’ শব্দটি কোন জাতীয় অব্যয়?উত্তর: অনুকার অব্যয়।
১০) সাতাশ হত যদি একশো সাতাশ— এখানে ‘হত’ কোন কালের ক্রিয়া?উত্তর: নিত্যবৃত্ত অতীত।
১১) To the Pure, all Things are Pure- বাংলায় অনুবাদ করুন।উত্তর: আপনি ভাল তো জগৎ ভাল।
১২) Write the opposite gender of the following: Drake, Beeউত্তর: Duck, Drone.
১৩) Write the Adjective and Adverb of the following noun; Obligation.উত্তর: Adjective = obligated or obliged. Adverb = obligatorily.
১৪) Write the synonyms of the word ‘Instigate’ উত্তর: Initiate.
১৫) The boy reads a book. What kind of verb ‘reads’ in the sentence is?উত্তর: Transitive verb.
১৬) Write the antonym of the word ‘satiety’?উত্তর: Hunger
১৭) What is the meaning of ‘Soft Soap’?উত্তর: Use flattery in order to persuade (তোষামুদে)
১৮) ‘The news will shock you’ make it passive. উত্তর: You will be shocked by the news.
১৯) Make it positive – Zakir is the most brilliant of all student in the class. উত্তর: No other student is so brilliant as Zakir in the class.
২০) Make the sentence simple- He is poor but he is honest. উত্তর: In spite of his poverty he is honest.
২১) Every mother loves her child- make it negative.উত্তর: There is no mother but loves her child.
২২) Fill in the blank: I don’t feel __ Rahman. All his problem are entirely his creation.উত্তর: For
২৩) Correct the sentence: Of all the man I’ve ever met, he is the rudest.উত্তর: To all of the men I have ever met, he is the rudest.
২৪) Make the sentence indirect: He said to them, “Friends, help me”.উত্তর: He requested to them help him.
২৫) Translate into English: ঠিক মধ্যরাতে দরজায় মৃদু টোকা পড়ল।উত্তর: Someone Knocked on the door just middle in the night.
২৬) একজন দোকানদার ১২ দিনে ৫০০ টাকা আয় করল। তার প্রথম ৪ দিনের গড় আয় ৪০ টাকা হলে অবশিষ্ট দিনগুলির গড় আয় কত?উত্তর: ৪২.৫ টাকা।
২৭) একটি জিনিস ৩৬ টাকায় বিক্রি করায় যত ক্ষতি হলো, ৭২ টাকায় বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হতো। জিনিসটির ক্রয়মূল্য কত?উত্তর: ৪৮ টাকা।
২৮) ১০০ মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘণ্টায় ৪৮ কি.মি. ট্রেনটি ৩০ সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে। সেতুটির দৈর্ঘ্য কত?উত্তর: ৩০০ মিটার।
২৯) ৬৪ কিলোগ্রামের বালি ও পাথর টুকরার মিশ্রণে বালির পরিমাণ ২৫% । কত কিলোগ্রাম বালি মিশালে নতুন মিশ্রণে পাথর টুকরার পরিমাণ ৪০% হবে?উত্তর: ৫৬ কিলোগ্রাম।
৩০) সম্পুর্ণ খালি একটি চৌবাচ্চা একটি পাইপ দিয়ে ৫ ঘন্টায় সম্পুর্ণ ভর্তি করা যায়। দ্বিতীয় একটি পাইপ দিয়ে চৌবাচ্চাটি ভর্তি করতে ৩ ঘন্টা সময় লাগে। দুইটি পাইপ একসাথে ব্যবহার করে চৌবাচ্চাটি ২/৩ অংশ ভর্তি করতে কত সময় লাগবে?উত্তর: ১ ঘণ্টা ১৫ মিনিট।
৩১) 3x+4–9.3x+1/3x+2 এর মান কত?উত্তর: 6
৩২) 2x+3y/3x+2y = 5/6 হলে x:y = কত?উত্তর: 8:3
৩৩) x2+2xy-2yz-z2 এর উৎপাদকে বিশ্লেষণ কর।উত্তর: (x-z) (x+z+2y)
৩৪) 5+8+11+14+….. এই ধারার কততম পদ ৩২০? উত্তর: ১০৬ তম পদ।
৩৫) দুটি বৃত্তের ব্যাসের অনুপাত ৩:২ হলে বৃত্ত দু্ইটির ক্ষেত্রফলের অনুপাত কত? উত্তর: ৯:৪
৩৬) দুইজন লোক একটি বিন্দু থেকে যাত্রা করে বিপরীত দিকে ৪ মিটার গিয়ে বামে ঘুরে আরো ৩ মিটার গেলেন তাদের মধ্যে এখন দূরত্ব কত?উত্তর: ১০ মিটার।
৩৭) একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য ৬ ডিগ্রী হলে ক্ষুদ্রতম কোণের মান কত?উত্তর: ৪২ ডিগ্রী।
৩৮) একটি ফুটবল টুর্নামেন্টে ৬ টি দল অংশগ্রহন করেছে, একক লীগ পদ্ধতিতে খেলা হলে কতটি খেলা পরিচালনা করতে হবে?উত্তর: ১৫ টি।
৩৯) একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য ১০ সে.মি. হলে, ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গসেমি?উত্তর: ২৫ বর্গ.সেমি
৪০) x+1/x=2 হলে x/x2+x-1 এর মান কত?উত্তর: 1
৪১) পাখি পালন বিদ্যাকে ইংরেজিতে কি বলে?উত্তর: এভিকালচার [Aviculture]
৪২) মাশরুমে কোন বিষাক্ত উপাদান থাকলে তা খাওয়া যায়না?উত্তর: মাসকারিন
৪৩) সমুদ্রের গভীরতা নির্নায়ক যন্ত্রের নাম কি?উত্তর: ফ্যাদোমিটার
৪৪) সূর্য থেকে তাপশক্তির সাথে সরাসরি আর যে শক্তিটি আসে তার নাম কি?উত্তর: আলোক শক্তি
৪৫) পরমাণুর নিউক্লিয়াসের বিভাজনকে কি বলা হয়?উত্তর: ফিশন
৪৬) ড্রাই আইস তৈরীতে কি ব্যবহার করা হয়?উত্তর: কার্বন ডাই অক্সাইড [CO2]
৪৭) সিমেন্ট তৈরির অন্যতম প্রধান উপাদান কি?উত্তর: জিপসাম
৪৮) সমুদ্র পৃষ্ঠে প্রতি বর্গ সেন্টিমিটারে বায়ুর চাপ কত?উত্তর: ১০ নিউটন [10N]
৪৯) আদ্রতা ৯০% বলতে কি বুঝায়? উত্তর: বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সম্পৃক্ত অবস্থায় ৯০%
৫০) অম্ল যুক্ত মাটি চাষাবাদের উপযুক্ত করতে কোন উপাদান প্রয়োগ করা হয় কেন?উত্তর: জৈব ও রাসায়নিক সারের সমন্বয়ে সুষম মাত্রায় সার প্রয়োগের মাধ্যমে ফসল উৎপাদন করা সম্ভব হয়।
৫১) স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম কোথায় স্থাপিত হয়?উত্তর: চট্টগ্রামের কালুরঘাটে
৫২) সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত- উক্তিটি কার?উত্তর: প্রমথ চেীধুরীর
৫৩) মধ্যরাতের অশ্বারোহী বলা হতো কাকে?উত্তর: ফয়েজ আহমদকে
৫৪) উচ্চ পর্বতের উপর পানির স্ফুটনাংক কমে যাওয়ার কারণ কি?উত্তর: কারণ ঐ উচ্চতায় বায়ুর চাপ কম
৫৫) জীবাশ্ম সর্বপ্রথম আবিষ্কার করেন কে?উত্তর: জেনোফেন
৫৬) সমুদ্রস্রোতের অন্যতম কারণ কী?উত্তর: বায়ু প্রবাহ
৫৭) ভূমধ্যসাগর ও উত্তর আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালীর অবস্থান?উত্তর: জিব্রাল্টার প্রণালী
৫৮) পঞ্চম ড্রাগনের দেশ বলা হয় কোন দেশকে?উত্তর: তাইওয়ান
৫৯) নিউজিল্যান্ডের অধিবাসীদের কি বলা হয়?উত্তর: মাওরি
৬০) ১৯৯৯ সালের ১লা ফেব্রুয়ারি সোমবার হলে ১৯৯৮ সালের ১লা ফেব্রুয়ারি কি বার ছিল?উত্তর: রবিবার
Peoples News
© 2020 - kishorvabona.com প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত | Design kishorvabona